১৬ মাস পর ব্রাজিলের স্কোয়াডে ডাক পেয়েছিলেন নেইমার জুনিয়র। মাঠে নামার কথা ছিল। তবে এবারও ব্রাজিল দলে নেই নেইমার। দীর্ঘায়িত হচ্ছে তার ফেরা। বিশ্বকাপ বাছাইপর্বের কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের দল থেকে ছিটকে গেছেন বিশ্ব ফুটবলে অন্যতম এ তারকা। তার পরিবর্তে দলে জায়গা হয়েছে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এনদ্রিকের।
নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে, উরুগুয়ের বিপক্ষে। ওই ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। সান্তোসে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শনে জাতীয় দলে খেলার সম্ভাবনা জেগেছিল। তা আর হচ্ছে না। ব্রাজিলের ফুটবল লিগে সাত ম্যাচে গোল করেন ৩টি। করিয়েছেন আরও ৩টি। এখন ব্রাজিলে ফেরাটা নেইমারের অপেক্ষা হয়ে থাকল। কবে ফিরবেন তা অনিশ্চিত।