স্টেডিয়ামের ‘কিস ক্যাম’-এ (গোলাকার একটি স্ক্রিন, যেখানে ক্যামেরায় দর্শকদের মধ্যে বিশেষ মুহূর্তগুলো কিংবা বিশেষ কেউ উপস্থিত থাকলে দেখানো হয়) দুজনকে দেখাতেই হর্ষধ্বনি দিয়ে ওঠেন দর্শক। কিস ক্যামের ফ্রেমে এই জুটিকে দেখে একটু লজ্জিতই মনে হয়েছে। লাজুক হাসিতে গলে পড়েন দুজনই। এ সময় দর্শকদের প্রতি হাত নাড়েন মেসি ও রোকুজ্জো। দর্শকদেরও একটা বড় অংশ উঠে দাঁড়িয়ে সম্মান দেখায় দুজনকে।
কিস ক্যামে মেসি ও তাঁর স্ত্রীকে ধরতেই কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন আটবারের ব্যালন ডি’অরজয়ীকে সম্মানের সুরে সুরে বলেন, ‘আমাদের ব্যান্ডের বাজানো দেখতে আজ (রোববার) আসার জন্য ধন্যবাদ, সর্বকালের সেরা ক্রীড়াবিদ।’ গ্যালারি এ সময় ‘মেসি! মেসি!’ উল্লাসে ফেটে পড়ে।