সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এম আর বাদলকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর বিভাগের একটি দল। একই দিন রাজধানীতে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিএমপি ডিবির পৃথক দল। তিনি গত ১৮ এপ্রিল রাজধানীর বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন বলে স্বীকার করেছেন।