২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী সংগ্রামীদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে গৌরনদী পৌর এলাকার আল-আমীন টেকনিক্যাল জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মোনাজাতের আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াত কর্মপরিষদের সদস্য ও বরিশাল-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান।

গৌরনদী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো: সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মো: আলাউদ্দিন মিয়া এবং গৌরনদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: বায়েজিদ হোসেন শরীফ, পৌর আমির আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আব্দুল আজিজ, সহকারী সেক্রেটারি মো: রুহুল আমিন সবুজসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, ‘২৪-এর জুলাই গণঅভ্যুত্থান ছিল এ দেশের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবময় বাঁকবদলের প্রতীক। স্বৈরশাসনের বিরুদ্ধে জীবন কোরবানি করা শহীদদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

শেষে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা ও দেশবাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলহাজ্ব কামরুল ইসলাম খান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews