২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী সংগ্রামীদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে গৌরনদী পৌর এলাকার আল-আমীন টেকনিক্যাল জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মোনাজাতের আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াত কর্মপরিষদের সদস্য ও বরিশাল-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান।
গৌরনদী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো: সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মো: আলাউদ্দিন মিয়া এবং গৌরনদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: বায়েজিদ হোসেন শরীফ, পৌর আমির আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আব্দুল আজিজ, সহকারী সেক্রেটারি মো: রুহুল আমিন সবুজসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন, ‘২৪-এর জুলাই গণঅভ্যুত্থান ছিল এ দেশের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবময় বাঁকবদলের প্রতীক। স্বৈরশাসনের বিরুদ্ধে জীবন কোরবানি করা শহীদদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’
শেষে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা ও দেশবাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলহাজ্ব কামরুল ইসলাম খান।