বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, “আমি সাকিবকে বলেছিলাম, যাই করো না করো, আওয়ামী লীগ কোনো দিন করো না।”

মেজর হাফিজ জানান, একদিন সাকিব আল হাসান তাঁর বাসায় এসেছিলেন। এক সামরিক কর্মকর্তার মাধ্যমে পরিচয় হয়, যিনি হাফিজের পরিচিত ছিলেন এবং সাকিবকে বাসায় নিয়ে যান।

তিনি বলেন, “সাকিবের সঙ্গে আগে পরিচয় ছিল না, শুধু খেলা দেখেছি টেলিভিশনে। সে বলল, আপনার সঙ্গে একটু দেখা করবে, আপনার পরামর্শ নিতে চায়। আমি বললাম, আমি তো বিরোধী দল করি, সে নিশ্চয়ই বিরোধী দলে যোগদানের জন্য আসবে না। সে বলল, না আসবে। পরে বাসায় এসে আমার সঙ্গে কথাবার্তা বললো।”

তিনি আরও বলেন, “সাকিবকে আমি একটি উপদেশ দিয়েছিলাম, যেটি সে গ্রহণ না করে এখন বিপদে পড়েছে। আমি বলেছি, যাই করো না করো, আওয়ামী লীগ কোনো দিন করো না। সে কথা শুনে একটু বিমর্ষ হলো। তার ধারণা ছিল আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে, এমপি হবে—অনেক কিছু হবে। আমি তাকে বললাম, আমি নিজেও তোমার মতো খেলোয়াড় ছিলাম। পাকিস্তান জাতীয় দলে আমি একমাত্র বাঙালি খেলোয়াড় ছিলাম। আমাদেরও অনেক সুযোগ-সুবিধা ছিল। কিন্তু খেলার অবস্থায়, জাতীয় দলের খেলোয়াড় হিসেবে রাজনীতিতে যোগ দেওয়া আমার কাছে ঠিক মনঃপূত হয়নি।”

মেজর হাফিজ বলেন, “তোমার অনেক নাম হয়েছে, তুমি বহু বছর ধরে বিশ্বসেরা অলরাউন্ডার। রাজনীতিতে এখন যেও না। এই দলটির আয়ু আর বেশিদিন নেই। সে তখন কিছু না বলে চুপচাপ শুনে গেল এবং খানিক পরে চলে গেল। যদি সে আমার কথা শুনত এবং রাজনীতিতে এইভাবে না যেত, আজকে সে সম্মানের সঙ্গে ঢাকার রাজপথে চলাফেরা করতে পারত। এখন তো তার নিজের বাড়িতেই আসা মুশকিল হয়ে যাবে।”

সূত্রঃ https://youtu.be/oovLK0puglI?si=iPXI-29rM0iEVTQW



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews