জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘জামায়াতের প্রতিটি কর্মীকে স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।’

আজ শুক্রবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গ্রোগ্রাম ইউনিয়ন জামায়াতের উদোগে কর্মী ও সুধী সমাবেশে এ কথা বলেন তিনি। এতে সভাপত্বিত করেন গ্রোগ্রাম ইউনিয়ন আমির মো. নজরুল ইসলাম।

গোদাগাড়ী-তানোরের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘মহান আল্লাহ্‌ আমাদের তার দ্বীন প্রতিষ্ঠিত করতে পবিত্র আল কুরআনে নির্দেশ দিয়েছেন। আর আল্লাহ্‌র নির্দেশ বাস্তবায়নে জামায়াতের কর্মীরা আপসহীন ভূমিকা অতীতে পালন করেছে ও আগামীতেও পালন করবে।’

তিনি আরও বলেন, ‘ইসলাম প্রতিষ্ঠিত হলে প্রতিটি মানুষ তার মর্যাদা পাবে এবং রাষ্ট্রে কোনো জুলুম ও অবিচার থাকবে না। মানবিক মূল্যবোধ ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্র গঠনের জন্য নৈতিক ও চরিত্রবান জনশক্তি হিসেবে জামায়াতের কর্মীরা ইতোমধ্যেই মানুষের আস্থা অর্জন করেছে। আগামীতে মানুষ জামায়াতের হাতে রাষ্ট্রের দায়িত্ব দিতে প্রস্তুতি নিয়েছে।’

অধ্যাপক মুজিবুর রহমান ২৪ শের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদের স্মরণ কর বলেন, ‘তাদের রক্তের ঋণ পরিশোধের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের প্রতিটি স্থানে সৎ ও যোগ্য মানুষকে আগামীর নির্বাচনে নির্বাচিত করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা সেক্রেটারি মো. গোলাম মর্তুজা, উপজেলা আমির মো. নোমায়ন আলী, সেক্রেটারি মাওলানা হাফিজসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল।

বিডি প্রতিদিন/জুনাইদ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews