বগুড়ায় নাশকতা মামলায় তদন্তে প্রমাণ পাওয়ায় আসামি জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশাকে (৬৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আকাশতারা মাস্টারপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার বাদশা বগুড়া সদরের আকাশতারা মাস্টারপাড়ার মৃত মজিবর রহমান মন্ডলের ছেলে এবং বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি। 

বগুড়ার ওসি (ডিবি) ইকবাল বাহার ও স্থানীয়রা জানান, বাদশার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। প্রায় চার মাস আগে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জেলা কৃষক লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। কিন্তু কেন্দ্রীয় নেতারা তার পদত্যাগপত্র গ্রহণ করেননি। সেই হিসেবে তিনি এখনো বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি। 

বাদশাকে বগুড়ার সোনাতলা থানায় ২০২৪ সালের ২২ আগস্ট দণ্ডবিধির বিভিন্ন ধারা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তদন্তে পাওয়া আসামি হিসেবে দেখানো হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews