যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ, যার মাধ্যমে সরাসরি বিটকয়েনে বিনিয়োগ করা যায়, সেই তহবিলে বৃহস্পতিবার বিনিয়োগ অনেকাংশে যায়। সেই সঙ্গে অনেকে বিনিয়োগ প্রত্যাহার করে নেন; এক দিনে ৬৮ কোটি ডলার বিনিয়োগ প্রত্যাহার করে নেন তাঁরা। ফলে টানা ১৫ দিন বিটকয়েনের যে মূল্যবৃদ্ধি হচ্ছিল, সেই ধারায় ছেদ পড়ে। অর্থাৎ বোঝা যাচ্ছে, বিটকয়েনের বিষয়ে বিনিয়োগকারীদের আগ্রহে ভাটা পড়েছে।
সামনে বড়দিন, দীর্ঘ ছুটিতে যাবে পশ্চিমা বিশ্ব। এ সময়ও বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির বাজার স্তিমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তো বলেই রেখেছেন, ক্ষমতায় বসার পরই যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে শুল্ক আরোপ করা হবে। এতে যেমন যুক্তরাষ্ট্রের বন্ধুস্থানীয় দেশগুলো আক্রান্ত হবে, তেমনি বন্ধু নয়, এমন দেশগুলোও আক্রান্ত হবে। এ ছাড়া ফেডারেল রিজার্ভ নীতি সুদ হ্রাসের গতি কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।