পবিত্র ঈদ উল আযহার আনন্দ ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি ঘরে, শহর থেকে গ্রামে। এই উৎসবের আমেজ ছুঁয়ে গেছে দেশের তারকাদের মাঝেও। ঠিক তেমনি ঈদের সকালে নতুন রূপে হাজির হয়ে চমকে দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম

প্রতিবারের মতো এবারের ঈদেও নিজেকে নতুন সাজে উপস্থাপন করেছেন মিম। ঈদের সকালে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানান তিনি।

নেভি ব্লু রঙের জমকালো পোশাক, দৃষ্টিনন্দন অলংকার আর স্নিগ্ধ রূপে সেজে তোলা সেই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা ভালোবাসা আর ঈদ শুভেচ্ছায় ভরিয়ে দেন তার পোস্টের মন্তব্য ঘর।

ঢালিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন মিম, যিনি তার কাজের মাধ্যমে বহুবার ভক্তদের মন জয় করেছেন। ভিন্ন ধর্মাবলম্বী হলেও তিনি প্রতি বছর রমজান ও ঈদের সময় সম্প্রীতির অনন্য বার্তা দেন, অংশ নেন উৎসবের আনন্দে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews