ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসানের বিরুদ্ধে শুটিংস্পটে সহকর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের বিষয়ে এবার কথা বললেন অভিনেতা। এ অভিযোগের কোনো সত্যতা নেই বলে দাবি করেন তিনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাবেক প্রেমিকার ‘ডাবল টাইমিং’ নিয়েও কথা বলেন শামীম হাসান। এ আলোচনায় উঠে এসেছে জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানের নাম।

এদিকে শামীম হাসানের করা মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নজর এড়ায়নি অভিনেত্রী অহনার। ‘ডাবল টাইমিং’ কথা উঠতেই সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে অহনা লিখেছেন— ডাবল টাইমিং, আপনি (শামীম) যা বলেছেন— ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিয়েছেন?

সাংবাদিকদের তাকে জড়িয়ে সংবাদ প্রকাশ না করারও অনুরোধ জানিয়েছেন অহনা।

অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে প্রেমের প্রসঙ্গ টেনে শামীম বলেন, অহনার প্রেম ছিল মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে, 'বরবাদ' সিনেমার ডিরেক্টর। তার সঙ্গে ৬-৭ বছরের রিলেশন ছিল। আমি মাঝে অহনার সঙ্গে বন্ধুত্ব করেছি। সেই সময়ও তার (মেহেদী) সঙ্গে সম্পর্ক ছিল। আমার এ কারণেই অহনার সঙ্গে সম্পর্ক টেকেনি। সে আমার সঙ্গে 'ডাবল টাইমিং' করেছে।

এদিকে সম্প্রতি শামীম হাসানের বিরুদ্ধে শুটিং সেটে নেশাদ্রব্য সেবন এবং অভিনেত্রীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন ছোটপর্দার অভিনেত্রী প্রিয়াংকা। তিনি বলেন, শুটিং সেটে আমাকে ধর্ষণের হুমকি দিয়েছেন তিনি। সেই সময় শামীম আমাকে বলেন—তোর মতো হাজার মেয়ের সঙ্গে সময় কাটিয়ে কিছু দিন আগেই বিয়ে করেছি।

প্রিয়াংকার এ অভিযোগ প্রসঙ্গে গত মঙ্গলবার (৬ মে) সংবাদ সম্মেলনে অভিনেতা শামীম বলেন, ‘প্রিয়াংকা যে অভিযোগ করেছে, তা সত্য নয়। তবে আমি তাকে গালি দিয়েছিলাম। গালি দেওয়ার কারণে সে বারবার সট দিতে ভুল করছিল। ধর্ষণের অভিযোগ মিথ্যা বলে জানান এ অভিনেতা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews