রাজশাহী রেলস্টেশনের ওয়াশপিটের সামনে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটেছে। গতকাল বেলা আড়াইটার দিকে রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তব্যরত স্টেশনমাস্টার আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী আসাদুল হক জানান, বগি লাইনচ্যুত হওয়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর পাঠানো হয়েছে। বগিগুলো উদ্ধারের পর ধূমকেতু এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করবে। তিনি আরও জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। কার গাফিলতিতে এমনটা হয়েছে, জানতে তদন্ত কমিটি করা হয়েছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। তবে ট্রেন দুটি যে লাইনে দুর্ঘটনাকবলিত হয়েছে, তাতে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews