কর ফাঁকি, অর্থ পাচার এবং দুর্নীতির মামলায় আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের সাবেক প্রধান রদ্রিগো রাতোকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত।

গতকাল শুক্রবার স্পেনের আদালত এক বিবৃতিতে জানিয়েছে, বিচারকরা, ‘অর্থ বিভাগের বিরদ্ধে তিনটি অভিযোগ এবং একাধিক ব্যক্তির সাথে দুর্নীতির একটি অভিযোগে’ রাতোকে দোষী সাব্যস্ত করেছেন। তবে রাতো বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

রাতো এরই মধ্যে অর্থ আত্মসাতের পৃথক এক মামলায় দুই বছর কারাভোগ করেছেন। স্পেনের ঋণদাতা প্রতিষ্ঠান ব্যাঙ্কিয়ার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের
অভিযোগ ওঠলে এই মামলা দায়ের হয়েছিল।

রদ্রিগো রাতো স্পেনের একজন ব্যবসায়ী ও রাজনীতিক ব্যক্তিত্ব। ১৯৯৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি স্পেনের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এরপর ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নবম ব্যবস্থাপনা পরিচালক এবং ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ব্যাঙ্কিয়ার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থ আত্মসাত, প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে তাকে ২০১৫ সালের ১৬ এপ্রিল গ্রেফতার করা হয়।

নতুন মামলায় এক বছর ধরে বিচারের পর শুক্রবার তাকে আরো চার বছর ৯ মাস এক দিন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ২০ লাখ ইউরো জরিমানার পাশাপাশি কর কর্তৃপক্ষকে ৫ লাখ ৬৮ হাজার ৪১৩ ইউরো দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে আদালতের এক মুখপাত্র বলেছেন, যেহেতু রাতোর জন্য এই সিদ্ধান্তটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের সুযোগ আছে, তাই চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আপাতত তাকে কারাগারে থাকতে হবে না।
সূত্র : এএফপি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews