দলবদলের পরই ফেবারিটের তকমা জুটেছিল মোহামেডানের। কিন্তু প্রথম ম্যাচেই তারা হেরে যায় নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের কাছে। এরপর অবশ্য নিজেদের ফিরে পেয়ে টানা চার ম্যাচ জিতেছে মোহামেডান। সর্বশেষ আজ পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ম্যাচ খেলতে নামা লিজেন্ডস অব রূপগঞ্জকে ৯৪ রানে হারিয়েছে তারা। মিরপুরে মোহামেডান করেছিল ৯ উইকেটে ২৫৩ রান। রান তাড়ায় লিজেন্ডস অলআউট ১৫৯ রানে।
টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ রানের উদ্বোধনী জুটি পায় মোহামেডান। আগের দুই ম্যাচেই সেঞ্চুরি করা তামিম ইকবাল আজ ফিরেছেন ২৫ বলে ২৮ রান করে। আরেক ওপেনার রনি তালুকদার করেন ৩৯ বলে ৩৬ রান। তিন ও চারে নামা মাহিদুল ইসলাম ও তাওহিদ হৃদয়ও রান পেয়েছেন। তৃতীয় উইকেটে ৬৩ রানের জুটি গড়েন তাঁরা।
৬৭ বলে ৪২ রান করে মাহিদুল আউট হলেও হৃদয় (৭৬ বলে ৬৬ রান) ফিরেছেন ফিফটি করে শরীফুল ইসলামের বলে ক্যাচ তুলে। পরের দিকে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মোহামেডানের রান কোনোরকমে ২৫০ পেরোয়। ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৪ উইকেট লিজেন্ডসের পেসার শরীফুল।