ক্যারিবিয়ান লিগে আইপিএলের চেয়েও সফল নাইট রাইডার্সরা। ২০১৫, ২০১৭, ২০১৮, ২০২০ ও ২০২২—এই ৫ মৌসুমে সিপিএলের শিরোপা জিতেছে দলটি। এর মধ্যে ২০২২ সালের শিরোপাটি ছিল মেয়েদের। আর আইপিএলে সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হওয়ার আগে দলটি শিরোপা জেতে ২০১২ ও ২০১৪ সালে।
তালিকায় এর পরে থাকবে ৫টি করে শিরোপা জেতা বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি পার্থ স্করচার্স ও সুপার স্ম্যাশের অকল্যান্ড এইসেস। ৪টি করে শিরোপা আছে বিপিএলের কুমিল্লা ভিক্টোরিয়ানস, লঙ্কা প্রিমিয়ার লিগের জাফনা ও সুপার স্ম্যাশের সেন্ট্রাল স্টেজ ফ্র্যাঞ্চাইজির।