চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সিপুর গ্রাম থেকে ১২ কেজি ২০০ গ্রাম রূপার গহনা উদ্ধার করেছে বিজিবি। রূপার গহনাগুলো ভারত থেকে পাচার করে আনা হচ্ছিল। যার আনুমানিক বাজার মূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা। 

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে এগুলো জব্দ হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, শুক্রবার বিজিবির কাছে খবর আসে চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে রূপার গয়না পাচারের চেষ্টা করছে। খবর পেয়ে ৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী ও সুবেদার আবুল বাশারের নেতৃত্বে একটি সশস্ত্র টহল দল সীমান্তের মেইন পিলার ৯৩’র নিকটবর্তী মুন্সীপুর সরদার পাড়ায় অবস্থান নেয়। এ সময় একজন চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দল তাকে ধাওয়া করে। চোরাকারবারী টহল দলের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। বিজিবি টহল দল ব্যাগটি জব্দ করে তল্লাশির পর স্কচটেপ দিয়ে মোড়ানো ২১টি প্যাকেট উদ্ধার করে। সেখান থেকে ১২ কেজি ২০০ গ্রাম ভারতে তৈরি রূপার গয়না পাওয়া যায়। এ ঘটনায় সুবেদার আবুল বাশার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জব্দ করা রূপার গয়না গুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews