যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর আদতে কী ঘটতে পারে বা ঘটছে, সেটা কখনোই অনুমান করা সম্ভব হয়নি, হবেও না। তিনি কি কোনো বিদেশি নেতাকে ভর্ৎসনা করবেন? বিশ্ববাজারে বড় ঝাঁকি দেবেন, নাকি প্রতিপক্ষের বিরুদ্ধে কড়া কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেবেন? অনুমান করা বড়ই কঠিন।
তবে ১০০ দিনের বিশৃঙ্খল কার্যকলাপ দেখেশুনে একটি বিষয়ে অনুমান করাই যায়, ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের প্রথম ১০০ দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতাকে প্রায় রাজা-বাদশাহর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।