দুই বাংলার জনপ্রিয় এবং স্পষ্টবাদী সংগীতশিল্পী কবীর সুমন। বাংলা গান দিয়ে জয় করে নিয়েছেন কোটি কোটি ভক্তের মন। অথচ তাঁরই প্রশ্ন, বাংলা আধুনিক গান কি আসলেই আধুনিক? সমকালীন? কবীর সুমন রবীন্দ্রনাথ ঠাকুরের গানকেও আধুনিক গান হিসেবে প্রশ্নহীনভাবে গ্রহণ করতে নারাজ। একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অনেক সময় অনেকেই বলছেন, রবীন্দ্রনাথ সবচেয়ে আধুনিক। আমার প্রশ্ন হচ্ছে, কোন হিসেবে? বাঙালি এমন একটা ভাব করে, আমাদের এক পিস রবীন্দ্রনাথ আছে, এক পিস নজরুল আছে; সারা পৃথিবীটাই আমাদের। কিন্তু তাতো তো না। হিন্দিতে যে লিরিক লেখা হয়েছে, যে কবিতা লেখা হয়েছে, গল্প লেখা হয়েছে তা তুলনাহীন। ওরাতো এমন গর্ব করে বলে না সারাক্ষণ। আমরা এখন এমনভাবে রবীন্দ্রসংগীত গাইছি, সাধারণ লোক শুনতে চাইছে না।’ এ শিল্পী আক্ষেপ করে বলেন, ‘আমরাতো মানুষকে কাছে টানতে পারিনি সংগীত দিয়ে।’