বনী ইসরাইলের এক ব্যক্তির কাছ থেকে হাজার দিনার ঋণ নেওয়ার ঘটনাটি ইসলামের ইতিহাসে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও তাওয়াক্কুলের একটি উজ্জ্বল উদাহরণ। এই ঘটনাটি সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে এবং তা সূরা তালাকের ৩ নম্বর আয়াতের বাণীকে প্রতিফলিত করে, যেখানে আল্লাহ বলেছেন, "যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তার জন্য আল্লাহই যথেষ্ট।"
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
বনী ইসরাইলের এক ব্যক্তি অপর এক ব্যক্তির কাছ থেকে হাজার দিনার ঋণ চাইলেন। ঋণদাতা সাক্ষী ও জামিনদার চাইলে ঋণগ্রহীতা বললেন, "সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট" এবং "জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট।" ঋণদাতা এতে রাজি হয়ে ঋণ দিলেন। ঋণগ্রহীতা ঋণ নিয়ে সমুদ্রযাত্রায় বের হলেন এবং কাজ শেষ করে ফেরার সময় নির্ধারিত মেয়াদে ঋণ শোধ করার জন্য যানবাহন খুঁজতে লাগলেন। কিন্তু কোনো যানবাহন না পেয়ে তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে একটি কাঠের টুকরোতে হাজার দিনার ও একটি চিঠি রেখে তা সমুদ্রে নিক্ষেপ করলেন। তিনি বললেন, "হে আল্লাহ, তুমি জানো আমি ঋণ শোধের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু কোনো যানবাহন পাইনি। তাই আমি এটা তোমার কাছে সোপর্দ করলাম।"
অন্যদিকে, ঋণদাতা ঋণগ্রহীতার ফেরার অপেক্ষায় সমুদ্রতীরে গেলেন। সেখানে তিনি কাঠের টুকরাটি পেলেন এবং তা জ্বালানির জন্য বাড়িতে নিয়ে গেলেন। কাঠটি কাটার সময় তিনি ভেতরে হাজার দিনার ও চিঠি দেখতে পেলেন। কিছুদিন পর ঋণগ্রহীতা হাজার দিনার নিয়ে হাজির হয়ে বললেন, "আল্লাহর কসম, আমি আপনার ঋণ শোধের জন্য সবসময় চেষ্টা করেছি, কিন্তু এর আগে কোনো যানবাহন পাইনি।" ঋণদাতা তখন বললেন, "তুমি কাঠের টুকরায় যা পাঠিয়েছিলে, আল্লাহ তা আমার কাছে পৌঁছে দিয়েছেন।"
ঘটনার শিক্ষা:
এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও তাওয়াক্কুল করলে তিনি অবশ্যই সাহায্য করেন। ঋণগ্রহীতা আল্লাহকে সাক্ষী ও জামিনদার হিসেবে গ্রহণ করেছিলেন এবং আল্লাহ তার এই আস্থার প্রতিদান দিয়েছেন। এটি মুমিনদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যে, আল্লাহর উপর ভরসা করলে তিনি সব সমস্যার সমাধান করে দেন।
এই ঘটনাটি সহিহ বুখারির হাদিস নম্বর ২২৯১-এ বর্ণিত হয়েছে এবং এটি ইসলামের ইতিহাসে আল্লাহর কুদরত ও তাওয়াক্কুলের একটি অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হয়।