গাইবান্ধা: গত ৫ আগস্ট সরকার পতনের পর সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করা শমেস উদ্দীন বাবুকে (৫০) গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম।

তিনি বলেন, শমেস উদ্দীন বাবু গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় করা মামলার আসামি। গত ২৬ আগস্ট সদর থানায় বিস্ফোরক আইনে মামলাটি করেন বিএনপি নেতা আব্দুল হাই সরকার।  

বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা স্টেশন এলাকার একটি চা দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।


শমেস উদ্দীন বাবু গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, সরকার পতনের পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কিন্তু এ নেতা গত ২৭ আগস্ট নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। অসুস্থতার কারণ দেখিয়ে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে সেস ময় একটি ঘোষণা পত্রেও স্বাক্ষর করেন তিনি।  

এর আগে ২০২১ সালে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এসআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews