আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বীন-৩’। এ সিনেমায় অভিনয় করছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। আরও রয়েছেন তানিয়া আহমেদ। এদিকে ‘জ্বীন-৩’ এর মুক্তি উপলক্ষে প্রকাশিত হয়েছে নতুন গান ‘কন্যা। ‘কন্যা রে, বলবো মনের কথা শোন না রে...’ এমন কথার গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। ইমরান মাহমুদুলের সুর-সংগীতে গানটি গেয়েছে জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী জুটি কণা-ইমরান। প্রসঙ্গত, ‘জ্বীন’ এবং ‘জ্বীন -টু’ সফল হয়েছে বিধায় পরের কিস্তি ‘জ্বীন-থ্রি’ আসছে আসন্ন ঈদুল ফিতরে। আর এ সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে। ‘জ্বীন-৩’ পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।