দিল্লিকে হারিয়ে আইপিএল ২০২৫-এর প্লে-অফে জায়গা করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে ম্যাচে জয় পেলেও মাঠে এক গুরুত্বপূর্ণ নিয়ম ভাঙায় শাস্তির মুখে পড়তে হয়েছে রোহিত শর্মাদের। বোলিংয়ের সময় ‘অফ সাইড ফিল্ডার্স’-এর নিয়ম না মানায় আম্পায়ার ‘নো বল’ ডেকেছেন।

ঘটনা ঘটে দিল্লির ইনিংসের পঞ্চম ওভারে। উইল জ্যাকস যখন বল করছিলেন, তখনই বিতর্কের সৃষ্টি। অভিষেক পোড়েল আউট হওয়ার পরের ডেলিভারিতেই আম্পায়ার নো বল দেন। যদিও জ্যাকসের বল বৈধ ছিল, না তিনি ক্রিজের বাইরে গিয়েছিলেন, না বল ছিল কোমরের ওপরে। তাহলে কেন এই নো বল?

উত্তর মিলল কিছুক্ষণ পরেই। জানা যায়, আইপিএলের ২৮.৪.১ ধারা অনুযায়ী, ডেলিভারির সময় অন সাইডে সর্বোচ্চ চার জন ফিল্ডার রাখা যায়। কিন্তু সেই সময় মুম্বাই পাঁচজন ফিল্ডারকে অন সাইডে রেখেছিল, যার ফলে অফ সাইডে মাত্র তিনজন ফিল্ডার ছিলেন। এটাই নিয়মভঙ্গ। নিয়ম অনুযায়ী, অফ সাইডে অন্তত চারজন ফিল্ডার থাকা বাধ্যতামূলক। ফলে আম্পায়ার নিয়মমাফিক বলটিকে ‘নো বল’ ঘোষণা করেন।

যদিও এই ঘটনা মুম্বাইয়ের জয়ে কোনও প্রভাব ফেলতে পারেনি। ১৮১ রান তাড়া করতে নেমে দিল্লিকে নিয়ন্ত্রণে রাখে তারা। দলের জয়ে বড় ভূমিকা নেন সূর্যকুমার যাদব। অসাধারণ ব্যাটিং করে তিনি ৪৩ বলে অপরাজিত ৭৩ রান করেন, যার মধ্যে ছিল ৭টি চার ও ৪টি ছয়।

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews