ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের ছোট ফেনী নদীতে চলমান ভয়াবহ নদীভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (২৩ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন নদীভাঙনে ক্ষতিগ্রস্ত শতশত গ্রামবাসী।

এ সময় বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু, স্থানীয় বাসিন্দা বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাজমুল করিম দুলাল, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রবিউল হক শিমুল, ফেনী জেলা যুবদলের নেতা ফরিদ উদ্দিন শাহীন ও ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আমীর হোসেন দুলাল, স্থানীয় জামায়াত নেতা নাসির উদ্দিন, মনির উদ্দিন, ইমাম হোসেনসহ এলাকার স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

বক্তারা বলেন, ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙনে এলাকার শত শত একর ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসী বারবার প্রশাসনের দ্বারে দ্বারে গিয়েও মিলছে না প্রতিকার।

তারা অভিযোগ করেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙনের মাত্রা দিনদিন ভয়াবহ রূপ নিচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে এলাকার মানুষের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। অবিলম্বে নদীভাঙন রোধে কার্যকর প্রকল্প গ্রহণ, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews