ইয়েমেনের হুথির আক্রমণের ব্যাপারে ইরানকে সতর্ক করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, হুথিদের হামলাকে ইরান থেকে উদ্ভূত বলে বিবেচনা করা হবে।
সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ট্রাম্প বলেন, “হুথিদের সব আক্রমণ ‘ইরান থেকে উদ্ভূত এবং তাদের মাধ্যমেই সৃষ্টি।”
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “হুথিদের যেকোনও আক্রমণ বা প্রতিশোধের জবাবে প্রচণ্ড শক্তি প্রয়োগ করা হবে এবং সেই শক্তি যে সেখানেই থামবে তার কোনও নিশ্চয়তা নেই।”
তিনি অভিযোগ করে বলেন, তেহরান বিদ্রোহীদের ‘প্রতিটি পদক্ষেপের ওপর নিয়ন্ত্রণ’ রাখছে এবং তাদের অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “এখন থেকে হুথিদের পরিচালিত প্রতিটি গুলি ইরানের অস্ত্র এবং নেতৃত্বের গুলি হিসেবে বিবেচিত হবে এবং ইরানকে দায়ী করা হবে এবং এর পরিণতি ভোগ করতে হবে, এবং সেই পরিণতি হবে ভয়াবহ।” সূত্র: আল-জাজিরা, রয়টার্স, বিবিসি, দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/একেএ