আবারও অনিশ্চিত হয়ে পড়েছে আটকে পড়া দুই নভোচারীর পৃথিবীতে ফেরা। তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে আনার লক্ষ্যে নাসা-স্পেসএক্স-এর যৌথ মিশনটি স্থগিত হয়েছে।
ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ফ্যালকন ৯ রকেটের উৎক্ষেপণ হাইড্রোলিক সমস্যার কারণে পিছিয়ে গেছে। তবে বৃহস্পতিবার রকেটটি উৎক্ষেপণের সুযোগ রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
রকেটটি উৎক্ষেপণের লক্ষ্য হচ্ছে, চারজন নতুন ক্রু সদস্যকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএসে পাঠানো এবং ফিরতি যাত্রায় সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনা।
গত বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই নভোচারী নিয়ে মহাকাশে উড়ে গিয়েছিল বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযান। তবে রকেটটির থ্রাস্টারে সমস্যা দেখা দেওয়ায় তা ওই দুই নভোচারীকে নিয়ে পৃথিবীতে ফিরে আসার জন্য অনিরাপদ হয়ে ওঠে। আর ফিরে আসতে পারেননি তারা।
তবে ধারণা করা হচ্ছে, ইলন মাস্কের মহাকাশ গবেষণা কোম্পানি স্পেসএক্স-এর এই মিশন আইএসএসে পাঠানোর কয়েকদিনের মধ্যেই এই জুটি পৃথিবীতে ফিরে আসতে পারবেন।
নাসার নভোচারীরা ২০২৪ সালের ৫ জুন আট দিনের মিশনের জন্য পৃথিবী ছেড়ে গেলেও নয় মাসেরও বেশি সময় ধরে আইএসএসে আটকে আছেন। এই সময়ে স্টেশনের চলমান বিভিন্ন মিশনের রক্ষণাবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষায় কাজে সহায়তা করেছেন তারা।
বুধবার নাসা-স্পেসএক্সের এই যৌথ মিশনটি সফল হলে রোববারের আগেই তাদের পৃথিবীতে ফিরে আসা সম্ভব হত।
স্পেসএক্স বলেছে, রকেটটিতে থাকা বাহুর একটিতে হাইড্রোলিক্সের সমস্যা দেখা দিয়েছে। এজন্য উৎক্ষেপণটি বন্ধ করতে বাধ্য হয়েছে তারা। তবে ইঞ্জিনিয়াররা এ সমস্যা ঠিক করার চেষ্টা করছেন। উদ্বেগ ছিল, উৎক্ষেপণের সময় রকেটটির বাহুটি পুরোপুরি খুলতে না-ও পারে।
বিবিসি লিখেছে, বৃহস্পতিবার আরও একটি উৎক্ষেপণের সম্ভাবনা রয়েছে রকেটটির।
স্পেসএক্স এখনও ঘোষণা করেনি যে এরইমধ্যে রকেটটির বিভিন্ন টুল ঠিক হয়েছে কি না।