শহরের প্রতিটি রাস্তা এখন এক নিঃশব্দ যুদ্ধক্ষেত্র, যেখানে অবৈধ পার্কিং অদৃশ্য সন্ত্রাসের রূপ নিয়েছে। ব্যক্তিগত গাড়ি, রিকশা, ট্রাক সবাই যেন রাস্তার ওপর আধিপত্য কায়েম করে রেখেছে। ফুটপাত পরিণত হয়েছে গাড়ির অস্থায়ী গ্যারেজে, আর মূল সড়ক রূপ নিয়েছে অচল যানজটে। এই বিশৃঙ্খলা শুধুই যানজটের কারণ নয়, এটি নাগরিক জীবনের নিত্যদিনের শ্বাসরুদ্ধকর বাস্তবতা, যার সাথে যুদ্ধ করেই জীবন চলছে নগরবাসীর। ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীরা বাধ্য হচ্ছেন গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে সড়কে হাঁটতে। ফলে অনেক সময়ই সড়কে ঘটে যাচ্ছে ভয়াবহ দুর্ঘটনা। স্কুলগামী শিশু থেকে শুরু করে বৃদ্ধ পথচারী, কেউই নিরাপদ নয়। আরও ভয়াবহ ব্যাপার হলো রাস্তাজুড়ে অপরিকল্পিত পার্কিং চক্রের কারণে জরুরি সেবাদানকারী অ্যাম্বুলেন্স পর্যন্ত অবরুদ্ধ হয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। ফলে দীর্ঘ যানজটে অনেক প্রাণ রাস্তাতেই ঝরে যায়। অবৈধ পার্কিংয়ের কারণে শুধু রাস্তায় চলাচলই ব্যাহত হচ্ছে না, বরং এই বিশৃঙ্খলা শহরের সামাজিক ও অর্থনৈতিক গতিশীলতাকেও স্তব্ধ করে ফেলছে। তাই অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ গ্রহণ করে নাগরিকদের স্বাভাবিক চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

প্রজ্ঞা দাস

শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews