পাকিস্তানে সেনাবহরে আত্মঘাতী হামলা, নিহত ৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা-তাফতান মহাসড়কে সশস্ত্র বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের বহরে আত্মঘাতী হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন সেনাসদস্য ও দু’জন বেসামরিক নাগরিক।

নিরাপত্তা সূত্র জানায়, রোববার নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনাবহরে আঘাত করে। এ সময় প্রচণ্ড বিস্ফোরণে আশপাশ কেঁপে ওঠে। হামলার পর নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযানে আত্মঘাতীসহ চার সন্ত্রাসীকে হত্যা করে। 

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ শীর্ষ সরকারি কর্মকর্তারা এ হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে এবং গোটা অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। খবর রয়টার্স।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews