আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, হুমাইরার দেহ এতটাই পচে গিয়েছিল যে সেটি ছিল ‘চরম পর্যায়ের’। করাচি পুলিশ সার্জন সুমাইয়া সায়েদ তাঁর ময়নাতদন্তের পর জানান, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন আগে মৃত্যু হয়েছে। হুমাইরার কল রেকর্ড পরীক্ষা করে দেখা গেছে, তাঁর মুঠোফোন সর্বশেষ ব্যবহৃত হয়েছিল ২০২৪ সালের অক্টোবরে। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও গত বছরের সেপ্টেম্বরের পর থেকে আর কোনো কার্যক্রম ছিল না।