প্রতিদিন ক্রেতাদের ফেলে যাওয়া প্লাস্টিকের খালি বোতল দেখে দুশ্চিন্তায় পড়েন মুদিদোকানি ইমান ঢালী। কীভাবে এগুলোর পুনর্ব্যবহার করা যায়, তাঁর খোঁজ করেন ইউটিউবে। সেখানে ভিডিও দেখে জানতে পারেন, এসব খালি বোতলে বালু ভরে তা দেয়াল নির্মাণকাজে ইটের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এরপর স্থানীয় এক রাজমিস্ত্রির সঙ্গে পরামর্শ করে বাড়ি নির্মাণে এসব বোতল ব্যবহার করছেন তিনি।

প্রায় এক বছর গ্রামের হাটবাজার ঘুরে ২৫০ ও ৫০০ মিলির ৪০ হাজার প্লাস্টিকের বোতল সংগ্রহ করেন ইমান ঢালী। এ সময় পরিবারের সদস্যরা মিলে এসব বোতলে বালু ভরেছেন। পরে বোতলগুলোর মুখ বন্ধ করে একটির ওপর আরেকটি জুড়ে দেওয়া হচ্ছে বালু-সিমেন্টের প্রলেপে। বাড়িটির নির্মাণকাজ চলছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মেঘনা তীরবর্তী মাইঝারা গ্রামে। চরাঞ্চলটিতে বসবাস করেন ইমান ঢালী। সেখানে স্থানীয় বাজারে তাঁর একটি মুদিদোকান আছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews