তবে সিদ্ধান্তটি আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যেই নিতে হবে বলে মনে করেন বায়ার লেভারকুজেনের প্রধান নির্বাহী।
শাবি আলোন্সো আগামী মৌসুমে রেয়াল মাদ্রিদের কোচ হতে পারেন বলে জোর গুঞ্জন চলছে। তার বর্তমান ক্লাব বায়ার লেভারকুজেনের প্রধান নির্বাহী ফের্নান্দো কারো বললেন, খেলোয়াড়ী জীবনে আলোন্সো যে ক্লাবগুলোর হয়ে খেলেছেন তাদের কোনো একটির কোচ হওয়ার ডাক পেলে এই স্প্যানিয়ার্ডকে খুশি মনে ছেড়ে দিতে ‘প্রস্তুত’ তারা।
আলোন্সোর প্রতি রেয়ালের আগ্রহের গুঞ্জন শোনা গিয়েছিল গত মৌসুমেই। বায়ার্ন মিউনিখ ও লিভারপুলও কড়া নেড়েছিল তার দুয়ারে। সেবার তার কোচিংয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবার বুন্ডেসলিগা শিরোপা জয়ের স্বাদ পায় লেভারকুজেন, গড়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি। গতবার জার্মান কাপও ঘরে তোলে তারা।
মৌসুম শেষে লেভারকুজেনেই রয়ে যান আলোন্সো। জার্মান ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০২৬ পর্যন্ত।
চলতি মৌসুমে লেভারকুজেন অবশ্য ধরে রাখতে পারেনি গত মৌসুমের পারফরম্যান্স। বুন্ডেসলিগার শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষ হয়ে গেছে তাদের। এতে যদিও আলোন্সোর ওপর আস্থার কোনো কমতি হয়নি ক্লাবটির।
তবে কার্লো আনচেলত্তির জায়গায় আগামী মৌসুমে তিনি রেয়াল মাদ্রিদের দায়িত্ব নেবেন, এই গুঞ্জন জোরাল হচ্ছে ক্রমেই।
গত মৌসুমের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রেয়াল মাদ্রিদের চলতি মৌসুমে সময়টা ভালো যাচ্ছে না। তাতে একটু একটু করে নড়ছে দলটিতে আনচেলত্তির অবস্থান। একই সঙ্গে সান্তিয়াগো বের্নাবেউয়ে তার উত্তরসূরি হিসেবে আলোন্সোকে নিয়ে গুঞ্জনও বাড়ছে।
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসের জন্য বর্তমানে স্পেনের রাজধানী মাদ্রিদে আছেন লেভারকুজেনের প্রধান নির্বাহী কারো। সেখানেই সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, ৪৩ বছর বয়সী আলোন্সোকে পেতে তার সাবেক ক্লাবগুলোর কেউ প্রস্তাব দিলে আলোচনার জন্য প্রস্তুত তারা।
“আমাদের মধ্যে একটি সম্মানজনক চুক্তি আছে। যে দলগুলোর হয়ে তিনি খেলেছেন (রেয়াল সোসিয়েদাদ, লিভারপুল, রেয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ), তাদের মধ্যে কেউ যদি ক্লাবে আসে, তাহলে আমরা বসে তাদের সঙ্গে কথা বলব এবং আমরা কোনো বাধা সৃষ্টি করব না।”
“আমরা খুবই পেশাদার ক্লাব এবং যে কোনো কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। যদি অন্য ক্লাবের আগ্রহ থাকে এবং তিনি সেই ক্লাবে যোগ দিতে আগ্রহী হন, তাহলে আমাদের আলোচনা করতে হবে। এটা আমরা চাই না, তবে এ বিষয়ে তার সঙ্গে আমাদের অবস্থান পরিষ্কার।”
ভবিষ্যৎ নিয়ে আলোন্সোর সঙ্গে এখনও কোনো আলোচনা হয়নি বলে জানালেন লেভারকুজেনের প্রধান নির্বাহী। সাবেক এই মিডফিল্ডারকে নিয়েই আগামী মৌসুমের পরিকল্পনা সাজাচ্ছেন তারা। তবে কোনো সিদ্ধান্ত নিতে হলে আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যেই তা হতে হবে বলে মনে করেন কারো।
“কোচের পদটি একটি ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা সত্যি যে, আমরা তাকে সঙ্গে ভেবেই পরবর্তী মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা প্রতিদিন তার সঙ্গে কাজ করছি; তিনি সেই প্রস্তুতিতে পুরোপুরি সম্পৃক্ত।”
“(তিনি অন্য ক্লাবে যেতে চান কি-না) সিদ্ধান্তটি আগামী তিন বা চার সপ্তাহের মধ্যে নিতে হবে, খুব বেশি সময় নেওয়া যাবে না। এই মুহূর্তে তেমন কিছুই নেই, তবে আগামী তিন বা চার সপ্তাহের মধ্যে আমরা জানতে পারব ক্লাবে কোনো পরিবর্তন আসছে কি না।”