জয়া আহসান-নামটাই সম্পূর্ণ পরিচয়ের জন্য যথেষ্ট। যার অনবদ্য অভিনয় দর্শককে সম্মোহনী শক্তিতে পর্দায় টানে। আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে যিনি মর্ত্যে এসে সাফল্যের পালক মেলে উড়ে বেড়াচ্ছেন। আর নানামাত্রিক চরিত্রে অভিনয়ে দর্শকের মুগ্ধতা কাড়ছেন প্রতিনিয়ত। তাঁর সঙ্গে সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে কথা বলেছেন- পান্থ আফজাল
দেশে রয়েছেন মনে হয়? এরমধ্যে শুটিং রয়েছে?
হুমম... বাংলাদেশেই আছি। আর ১৫ তারিখ এফডিসিতে শুটিং রয়েছে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের। আমি এটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত রয়েছি।
আশফাক নিপুণের ‘জিম্মি’র কাজ কি সব শেষ?
কাজ তো আগেই শেষ হয়েছে। এখন প্রমোশনাল প্ল্যান চলছে, সামনে আসবে।
শুনলাম ঈদে ‘জিম্মি’ আসছে, সত্যি?
একদম সত্যি। এই ঈদে আসবে। সে হিসেবে জোরেসোরে প্রস্তুতি নিচ্ছে হইচই।
কিন্তু প্রমোশন তেমন করে চোখে পড়ছে না...
এটা ওদের (হইচই কর্তৃপক্ষ) বিষয়। তারা তাদের মতো প্রমোশন করছে। আমার পক্ষ থেকে যেটুকু করার, করছি। যেমন প্রমোশনাল শ্যুট, পোস্টার ফটোশ্যুটসহ ভিডিও প্রমোশনে অংশ নিয়েছি। সামনে এক এক করে হয়তো পোস্টার, টিজার, ট্রেলার আসবে। যেহেতু এ ঈদুল ফিতরেই রিলিজ, তাই বেশি দেরি হবে না। এটা বলতে পারি, সবকিছুতেই চমক থাকবে। তাই সবাইকে বলছি, ‘ঈদে আসছে জিম্মি, মিস করা একদম চলবে না।’
এটিতে আপনার চরিত্র ইতোমধ্যে সবাই জেনে গেছে...
হ্যাঁ, সিরিজটিতে আমাকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে, যার নাম রুনা লায়লা। যে ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাক্সক্ষী রুনা একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়। হঠাৎ পাওয়া এ টাকা নিয়ে শুরু হয় কাণ্ড। শেষমেশ লোভের কাছে জিম্মি হয়ে পড়ে সে।
অষ্টমবারের মতো ফিল্মফেয়ার মনোনয়ন পেলেন, কেমন লাগছে?
এটি তো সবসময়ই ভালো লাগার। এবারের আসরে ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছি। অনেক ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে এই ভেবে যে, আমার সঙ্গে বাংলাদেশের আরও দুজন (মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী) মনোনয়ন পেয়েছেন। এটা সত্যিই আনন্দের বিষয়।
টানা চারবার ফিল্মফেয়ার পুরস্কার আপনার ঝুলিতে; এবারও কি একই ঘটনার পুনরাবৃত্তি হবে?
আগে তো পেয়েছি কয়েকবার। তবে আমি কখনো প্রেডিক্ট করি না। দেখা যাক কী হয়। তবে হ্যাঁ, আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করব। যে-ই পাক না কেন, শুভ কামনা থাকবে। বিশেষ করে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর জন্য।
বাংলাদেশ-ভারত মিলিয়ে বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়...
বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ওসিডি’ সিনেমা। আর দেশীয় ফেস্টিভ্যালে ‘নকশী কাঁথার জমিন’ দেখানো হলেও এখনো দেশের পেক্ষাগৃহে এটি মুক্ত পায়নি। অন্যদিকে ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায়।
নায়িকাদের বয়স বাড়লে জনপ্রিয়তা কমে কিন্তু জয়ার বেলায় উল্টো। রহস্য কী?
যত বয়স হবে অভিজ্ঞতা আসবে, কপালে ভাঁজ পড়বে, সেই আঁকিবুকি, অভিজ্ঞতা নিয়েই কিন্তু সৌন্দর্যটা। আমার কাছে এটা আরও বেশি সুন্দর। কতদিন থাকতে পারি! এমন নয় যে, অনেক দিন জোর করে থাকব, দর্শক যদি অপছন্দ করে, বিরক্ত হয়ে যায় তখন আর কাজ করব না।
সবাই আপনার প্রেমে পড়ে কেন?
ওটা চরিত্রের প্রেমে পড়ে, আমার না। ব্যক্তি জয়াকে দেখলে কেউ প্রেমে পড়বে না। কারও ভালোও লাগবে না। ভক্তরা যেটা দেখেন সেটা জয়া আহসানের ইমেজ। ওটা জয়া আহসান না। জয়া খুব সাধারণ, কোনো রহস্য নেই। চরিত্রের জয়াকে দেখে সবাই ভাবে জয়া রহস্যময়ী।