বাংলাদেশে লেনোভো ব্র্যান্ডের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড ‘আইডিয়াপ্যাড প্রো ফাইভআই’ সিরিজের ল্যাপটপ উন্মোচন করেছে।
মডেলটি প্রফেশনাল ও গেমারদের জন্য ডিজাইন করা হাইপারফরম্যান্স ল্যাপটপ। সবশেষ ১৩তম জেনারেশনের লেনোভো আইডিয়াপ্যাড প্রো ফাইভআই ল্যাপটপে থাকছে ৪.৭ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআই ফাইভ ১৩৫০০-এইচ প্রসেসর, ১৬ জিবি ডিডিআরফাইভ-৫২০০ র্যাম আর এনভিএমই ৫১২ জিবি এসএসডি স্টোরেজ।
নিরবচ্ছিন্ন মাল্টিটাস্কিং, হাইস্পিড কম্পিউটিং, কনটেন্ট ক্রিয়েশন, প্রোগ্রামিং ও কোডিংয়ের জন্য বিশেষায়িত মডেল। মূল পর্দা ১৬ ইঞ্চি। আইপিএস অ্যান্টিগ্লেয়ার ডিসপ্লের ব্রাইটনেস সর্বোচ্চ ৩৫০ নিটস, যার রিফ্রেশ রেট ১২০ গিগাহার্টজ।
ল্যাপটপ থেকে চোখের সুরক্ষায় ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টি ইউভি লো ব্লু লাইট ফিচার। ল্যাপটপে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স-৩০৫০, ৬ জিবি গ্রাফিক্স কার্ড সংযুক্ত। ফলে ব্যবহারকারী গেমিং ও ক্রিয়েটিভ কাজে গতি দেবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। কারিগরি বৈশিষ্ট্য আইআর ও প্রাইভেসি শাটার যুক্ত ১০৮০পি ফুল এইচডি ওয়েব ক্যামেরা, ডলবি অ্যাটমস, থান্ডারবোল্ট ফোর, ওয়াইফাই সিক্সই, ব্যাকলিট কিবোর্ড ফিচার অন্যতম। পরীক্ষিত বিশেষ ফিচারে বালু, কম্পন, ধুলা, উচ্চ তাপমাত্রা, ঠান্ডা, পরিবেশগত যে কোনো পরিস্থিতিতে ল্যাপটপটি যথাযথ সুবিধা দেবে। ৭৫ ওয়াট ব্যাটারিকে দ্রুত চার্জে কাজ করবে ১৭০ ওয়াট চার্জার। রঙের বৈচিত্র্যে আছে আর্কটিক গ্রে। বিক্রয়োত্তর সেবা দুই বছর। দাম ১ লাখ ৫৫ হাজার টাকা।