যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ডেল্টা এয়ারলাইন্সের প্রায় ৩০০ যাত্রীবাহী একটি উড়োজাহাজের ইঞ্জিনে ভয়াবহ আগুন ধরে যায়।

সোমবারের এ ঘটনায় উড়োজাহাজটিতে থাকা ২৯৪ জন যাত্রীর সবাই অল্পের জন্য প্রাণে রক্ষা পায়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে আটলান্টাগামী ফ্লাইট ১২১৩-এর একটি ইঞ্জিন থেকে আগুনের শিখা দেখা যায়। সঙ্গে সঙ্গে জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীদের নামিয়ে আনা হয়।

এয়ারবাস এ৩৩০ মডেলের উড়োজাহাজটিতে ২৮২ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন। প্রাথমিকভাবে কেউ আহত হননি বলে জানিয়েছে এফএএ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটির পেছন দিক থেকে আগুন বের হচ্ছে এবং যাত্রীরা দ্রুত স্লাইড দিয়ে বের হয়ে আসছেন।

অরল্যান্ডো বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি র‍্যাম্প এলাকায় থাকাকালে ইঞ্জিনে আগুন ধরে। দ্রুত ফায়ার অ্যান্ড রেসকিউ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ডেল্টা জানিয়েছে, কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছেন প্রকৌশলীরা। আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে নতুন উড়োজাহাজেরও ব্যবস্থা করা হচ্ছে।

অনাকাঙ্খিত এই ঘটনার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে ডেল্টা এয়ারলাইন্‌স। তারা জানায়, তাদের রক্ষণাবেক্ষণ কর্মীরা বিমানটি পরিদর্শন করে দেখবে।

যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনার মধ্যে এটি সর্বশেষ। এর আগে গত মার্চেও যুক্তরাষ্ট্রে একই ধরনের একটি ঘটনায় জরুরি অবতরণের সময় আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে গেলে যাত্রীদের দ্রুত বের করে আনা হয়।

তার আগে গত ২৯ জানুয়ারিতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে একটি আমেরিকান এয়ারলাইন্সের সঙ্গে মাঝ আকাশে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হয়েছিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews