২০১৩ সালের ৫ মে মধ্যরাতে রাজধানীর শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কতজন নিহত হয়েছেন, সে তালিকা এখনো চূড়ান্ত করতে পারেনি হেফাজতে ইসলাম বাংলাদেশ। তবে সংগঠনটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এ বিষয়ে গঠিত সাংগঠনিক কমিটি এখন পর্যন্ত ৯৬ জনের নাম তালিকাভুক্ত করেছে, যা এখনো যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। শিগগিরই নিহত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার চিন্তা করছে হেফাজত।
হেফাজতে ইসলামের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পূর্ণাঙ্গ তালিকা করার লক্ষ্যে সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হককে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী ও যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী। গত রোববার পর্যন্ত তাঁরা ৯৬ জনের নাম পেয়েছেন। এর মধ্যে ৮০ জনের মতো নিহত ব্যক্তির পূর্ণাঙ্গ নাম, পরিচয় ও ঠিকানা রয়েছে। অন্যদের নাম পাওয়া গেলেও ঠিকানা সংগ্রহ করা যায়নি।