স্মার্টফোনের প্রায় সব কাজই করা যায় হাতে থাকা স্মার্টওয়াচে। জনপ্রিয় স্মার্টওয়াচ সংস্থা ওয়ানপ্লাস নিয়ে এলো নতুন স্মার্টওয়াচ। সংস্থার দাবি, এক চার্জে এই স্মার্টওয়াচ চলবে ১০০ ঘণ্টা। ওয়ানপ্লাস ওয়াচ ৩ শিগগির আসছে বাজারে।

ওয়ানপ্লাস ওয়াচ ২-এর মতো ৩-এও থাকবে গোল ডায়াল। যারা গোল ডায়াল পছন্দ করেন তাদের জন্য এটি হতে পারে সেরা। ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে ওয়াচ ৩-তে থাকবে নীলকান্তমণি স্ফটিক এবং টাইটানিয়াম বেজেল।

সংস্থার দাবি, এটি স্মার্ট মোডে পাঁচ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে, যা বর্তমান ঘড়ির তুলনায় উল্লেখযোগ্য উন্নতি, যা স্মার্ট মোডে ১০০ ঘণ্টা পর্যন্ত ব্যবহারের সময় অফার করে।

ওয়ানপ্লাস ওয়াচ ৩-তে একটি ইসিজি বৈশিষ্ট্য থাকতে পারে যা অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন, ঘন ঘন পিভিসি, উচ্চ বা নিম্ন হৃদস্পন্দন এবং আরও অনেক কিছু শনাক্ত করতে সাহায্য করতে পারে। এটি ৬০-সেকেন্ডের চেকআপের মতো বৈশিষ্ট্যও পেতে পারে, যা হৃদরোগের স্বাস্থ্য, রক্তনালীর স্থিতিস্থাপকতা, রক্তনালীর বয়স এবং আরও অনেক কিছু ট্র্যাক করতে পারে।

সঙ্গে ব্লুটুথ সাপোর্ট পাবেন ব্যবহারকারীরা। IP68 রেটিং পাওয়া যাবে স্মার্টওয়াচে যা পানি ও ধুলো-বালি থেকে সুরক্ষিত রাখবে। ওয়ানপ্লাস ওয়াচ ২-এর মতো ১জিবি ব়্যাম এবং ৪জিবি স্টোরেজ এবং গুগল ওয়্যারওএস অপারেটিং সিস্টেম থাকতে পারে।কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর এটিতে রাখতে পারে কোম্পানি।

সূত্র: গিজমোর চায়না

কেএসকে/জিকেএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews