মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের (৮২) স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক এক খবর দেশজুড়ে উদ্বেগের জন্ম দিয়েছে। তিনি ভয়াবহ ক্যান্সারে আক্রান্ত। এমন সময়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা, বাইডেন পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আন্তরিক বিবৃতিতে ওবামা জানিয়েছেন, “মিশেল এবং আমি পুরো বাইডেন পরিবারের কথা ভাবছি। ক্যানসারের বিরুদ্ধে সকল রূপে চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচনে জোর সবচেয়ে বেশি অবদান রেখেছেন জো। আমি নিশ্চিত, তিনি তাঁর চিরচেনা দৃঢ়তা ও সৌজন্য নিয়ে এই চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। আমরা তাঁর দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।”

রবিবার (১৮ মে) তার কার্যালয় থেকে জানানো হয়, ক্যান্সার তার অস্থিতে ছড়িয়ে গেছে। বাইডেনের স্বাস্থ্য পরীক্ষার নিয়মিত কিছু মেডিকেল চেকআপে কিছু অস্বাভাবিকতা ধরা পড়ে। চিকিৎসকেরা সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে আরও পরীক্ষার পরামর্শ দেন। অতীতেও বাইডেন ক্যানসারের বিরুদ্ধে লড়াইকে নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক অগ্রাধিকারে পরিণত করেছিলেন—বিশেষ করে ২০১৫ সালে তাঁর ছেলে বো বাইডেন ব্রেইন ক্যানসারে মারা যাওয়ার পর থেকে।

জো বাইডেন দীর্ঘদিন ধরেই ক্যানসার গবেষণায় অগ্রণী ভূমিকা রেখে আসছেন। ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি ক্যান্সার মুনশট (“Cancer Moonshot”) প্রকল্পের নেতৃত্ব দেন, যার লক্ষ্য ছিল ক্যানসার চিকিৎসায় এক দশকের উন্নতি পাঁচ বছরে অর্জন করা। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরেও তিনি এই উদ্যোগকে জোরদার করেন, গবেষণায় তহবিল বাড়ানো, নতুন চিকিৎসা পদ্ধতির অনুমোদন ত্বরান্বিত করা এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে। আজ যখন তাঁর নিজের শরীর এই রোগের সম্ভাব্য শিকার, তখনও দেশজুড়ে মানুষ মনে করছেন, এই যুদ্ধে বাইডেন সাহস, ধৈর্য আর উদারতার প্রতীক হয়ে উঠবেন।

এই অবস্থায় ওবামা দম্পতির প্রকাশ্য সমর্থন শুধু রাজনৈতিক সৌজন্য নয়, বরং একটি গভীর বন্ধুত্বের এবং মানবিকতার প্রতিচ্ছবি। বাইডেনের চিকিৎসা নিয়ে হোয়াইট হাউস থেকে এখনও নির্দিষ্ট তথ্য জানানো হয়নি, তবে কর্মকর্তারা জানিয়েছেন—তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন এবং দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন। ওবামা আশা করেন, বাইডেন এই কঠিন সময়েও তাঁর চিরপরিচিত শক্তি ও অনুপ্রেরণার মাধ্যমে আবারও জয়ী হবেন—যেমনটা তিনি সবসময় হয়ে এসেছেন, শুধু একজন রাষ্ট্রনেতা নয়, একজন মানুষ হিসেবেও।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews