টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক এখন মার্কিন রাজনীতিতে বেশ আলোচিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কর্মরত মাস্ক ২০২২ সালে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার সাইটটি কিনেছিলেন। তখন কর্মীদের ছাঁটাই করা থেকে শুরু করে ঘৃণ্য বক্তব্য, ভুল তথ্য ও ব্যবহারকারী যাচাইকরণের নীতি পরিবর্তন করে আলোচনায় আসেন ইলন। পরবর্তী সময়ে টুইটারের নাম পরিবর্তন করে এক্স রাখেন। তার এক বছর পর এক্সএআই চালু করেন। মাস্ক এক্সের বিষয়ে লিখেছেন, ‘এক্সএআই ও এক্সের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত। ডেটা, মডেল, কম্পিউট করার শক্তি থেকে শুরু করে তথ্য বিতরণ ও কর্মীদের একত্র করার জন্য আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নিচ্ছি। এই সম্পর্ক এক্সএআইয়ের উন্নত এআই ক্ষমতা ও দক্ষতার সঙ্গে এক্সের বিশাল সম্ভাবনা উন্মোচন করবে। সত্য অনুসন্ধান ও জ্ঞানে অগ্রগতি আমাদের মূল মিশন। তার দিকে খেয়াল রেখে সম্মিলিতভাবে দুই কোম্পানি কোটি কোটি মানুষকে আরও স্মার্ট ও অর্থবহ অভিজ্ঞতা প্রদান করবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews