টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক এখন মার্কিন রাজনীতিতে বেশ আলোচিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কর্মরত মাস্ক ২০২২ সালে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার সাইটটি কিনেছিলেন। তখন কর্মীদের ছাঁটাই করা থেকে শুরু করে ঘৃণ্য বক্তব্য, ভুল তথ্য ও ব্যবহারকারী যাচাইকরণের নীতি পরিবর্তন করে আলোচনায় আসেন ইলন। পরবর্তী সময়ে টুইটারের নাম পরিবর্তন করে এক্স রাখেন। তার এক বছর পর এক্সএআই চালু করেন। মাস্ক এক্সের বিষয়ে লিখেছেন, ‘এক্সএআই ও এক্সের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত। ডেটা, মডেল, কম্পিউট করার শক্তি থেকে শুরু করে তথ্য বিতরণ ও কর্মীদের একত্র করার জন্য আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নিচ্ছি। এই সম্পর্ক এক্সএআইয়ের উন্নত এআই ক্ষমতা ও দক্ষতার সঙ্গে এক্সের বিশাল সম্ভাবনা উন্মোচন করবে। সত্য অনুসন্ধান ও জ্ঞানে অগ্রগতি আমাদের মূল মিশন। তার দিকে খেয়াল রেখে সম্মিলিতভাবে দুই কোম্পানি কোটি কোটি মানুষকে আরও স্মার্ট ও অর্থবহ অভিজ্ঞতা প্রদান করবে।’