সিরিয়ার পূর্বাঞ্চলীয় দাইর আল-জওয়ার প্রদেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নিউজ চ্যানেল জানিয়েছে, কনোকো গ্যাস ফিল্ডে আমেরিকান বাহিনী পরিচালিত একটি ঘাঁটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র-রকেট আঘাত হানে। আজ শনিবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র জানায়, মার্কিন সামরিক বিমান প্রাদেশিক রাজধানী দাইর আল-জওয়ার শহরের কাছে আল-জৌরা জেলায় হামলা চালানোর সময়ই বিস্ফোরণগুলো ঘটে।

রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিকের আরবি পরিষেবা বলেছে, আমেরিকান সামরিক হেলিকপ্টারগুলো ক্ষেপণাস্ত্র হামলার পরে মাথার ওপর দিয়ে উড়ে যায় এবং কনোকো গ্যাস ক্ষেত্রের আকাশে বেশ কয়েকটি অগ্নিকুণ্ডলি দেখা যায়।

ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে বেশিরভাগ প্রতিশোধমূলক হামলার দায় স্বীকার করেছে। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দখলদার সরকারকে নিয়মিত অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে যাচ্ছে।

বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews