রাঙামাটি: কোটা সংস্কার আন্দোলনের জেরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে পর্যটন শহর রাঙামাটি এখন পর্যটকশূন্য। পর্যটক আগমনের ভরা মৌসুমেও পর্যটন ব্যবসায়ীরা অবসর সময় কাটাচ্ছেন, গুনছেন লোকসানের ভার।

পর্যটন সংশ্লিষ্ট কর্মচারীরা বেকার সময় কাটাচ্ছেন, ভোগ করছেন অর্থনৈতিক কষ্ট।

জেলার পর্যটন স্পট, হোটেল-মোটেলগুলো খালি পড়ে আছে, ট্যুরিস্ট বোটগুলো বাঁধা পড়ে আছে ঘাটে।

হোটেল-মোটেল মালিকরা বলছেন, গত এক সপ্তাহ ধরে অস্থিতিশীল পরিস্থিতির কারণে তাদের কোনো বুকিং নেই। প্রতিদিন গড়ে তাদের কয়েক লাখ লোকসান গুনতে হচ্ছে বলে জানান তারা।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা বলেন, তাদের প্রতিদিন ৫০ হাজার টাকা করে লোকসান হচ্ছে। তবে খুব শিগগিরই এ লোকসান কাটিয়ে উঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, রাঙামাটি পর্যটন নগরী হওয়াতে এখানকার বেশিরভাগ মানুষ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ের সঙ্গে জড়িত। বর্তমানে গত এক সপ্তাহে রাঙামাটিতে পর্যটক শূন্য থাকায় জেলার পর্যটন খাতে চার কোটি টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এসএএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews