জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ একজন ব্যবহারকারী জানিয়েছেন, আইফোন ১৬ই মডেলে ফিটবিট ব্যান্ড যুক্ত থাকলে ব্লুটুথ অডিওতে সমস্যা হচ্ছে। ব্যাকগ্রাউন্ড থেকে ফিটবিট অ্যাপ বন্ধ করেও সমস্যার সমাধান হয়নি। তবে আইফোন থেকে ফিটবিট ব্যান্ডটি আনপেয়ার করার পর সমস্যা দূর হয়েছে। অন্যদিকে বেশ কয়েকজন ওউরা স্মার্ট রিং ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাদের আইফোনেও একই ধরনের সমস্যা হচ্ছে। তবে ব্যাকগ্রাউন্ড থেকে ওউরা অ্যাপ বন্ধ করলে সমস্যা কিছুটা কম হয়।