শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে উত্তরবঙ্গের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ ফোরামের আলোচনায় এ কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ‘উত্তরের জনপদের দুই বিভাগে ১৬টি জেলা রয়েছে। বিগত ১৬ বছরে পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে। যে জায়গায় যাওয়ার আমাদের ন্যূনতম অধিকার ছিল সেটা সম্ভব হয়নি। তবে গিয়েছে কোটা, গোপালী কোটা, পরিবার কোটা, আত্মীয় স্বজন কোটা, তেলবাজি কোটা, লীগ কোটা এরকম অসংখ্য কোটা দিয়ে পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে।
তিনি আরও বলেনম, ফ্যাসিস্ট েশখ হাসিনা ১৫ সালের পর থেকে ঢাকা থেকে তার বাড়ি অভিমুখী যে এক্সপ্রেসওয়ে বানিয়েছে, সেটা নিয়ে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু সেই শেখ হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে ফোর লেনের রাস্তার কার্যক্রম আজকে থেকে একযুগ আগে শুরু হয়েছিল তা শেষ হয়নি। শেখ হাসিনার আমলে দক্ষিণের একটা পৌরসভা বাজেট পেয়েছে, উত্তরের একটা জেলা সেই বাজেট পায়নি।