বলিউড তারকাদের অনুরাগীদের সংখ্যা হাতে গুনে শেষ করা যায় না। আবিশ্ব ছড়িয়ে রয়েছেন তারা। মাঝে মধ্যেই ভক্তদের উন্মাদনারও অভিজ্ঞতা হয় বলিউড সুপারস্টার সালমান খানের। আজম আনসারি নামে এক অনুরাগীও সেই উন্মাদনারই শিকার। এখন তিনি কঠিন বিপাকে পড়েছেন। কী সেই বিপদ?

সালমান খানকে নকল করে নানা রকমের ‘কনটেন্ট’ তৈরি করেন আজম আনসারি। দাবি করেন, তাকে নাকি সালমানের মতোই দেখতে লাগে। সেই আজমকেই গত মঙ্গলবার (১ এপ্রিল) লখনউয়ের ঠাকুরগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। তার অভিযোগ, তিনি নাকি রাস্তা আটকে লোকজনের সঙ্গে তর্ক করছিলেন। এখানেই শেষ নয়, হাতে বন্দুক নিয়ে রিল তৈরি করছিলেন তিনি।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আজমের এক লাখের বেশি অনুসরণকারী। মঙ্গলবার রাত থেকে একের পর এক পোস্ট করে ঘটনার জানান দিয়েছেন সালমান-ভক্ত। একটি ভিডিওতে তিনি দাবি করেছেন, ঘটনাস্থলে এক কাপ চা খেতে দাঁড়িয়েছিলেন মাত্র। কিন্তু পুলিশ তাকে সেখান থেকেই তুলে নিয়ে এসেছে। পুলিশের গাড়ি থেকেই সেই ভিডিও পোস্ট করেছেন আজম।

পুলিশ জানিয়েছে, যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছিলেন আজম তার লাইসেন্সের মেয়াদ ২০২২ সালেই শেষ হয়ে গেছে। তবে আজম একটি ভিডিওতে বলেছেন, আমার বন্দুকের লাইসেন্স বাতিল করা হচ্ছে। আমাকে যদি কেউ গুলি করে দেয়, তার দায় কে নেবে? আমাকে সাহায্য করুন। সঠিক কথা বলুন। কেউ আমাকে বাঁচাতে এলো না। সারা রাত আমি আটকে পড়ে থাকলাম।

সালমানের অনুরাগী আরও বলেন, রাতে পুলিশ আমাকে খুব মারধর করেছে। আমাকে কারাগারে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আপনারাই বলুন— আমি কী করেছি? সব কটি ভিডিওতে আজম সরাসরি সালমান খানকে ট্যাগ করেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews