পাওয়ার প্লেতে ২ উইকেটে ৩১ রান। পাওয়ার প্লের প্রথম ৩৬ বলের মধ্যে ২০টি ডট খেলা, অষ্টম ওভার থেকে ১৮ ওভারের মধ্যে ৬৪ বলে কোনো বাউন্ডারি মারতে না পারা-আজ চিপকের চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাইয় সুপার কিংসের এমন ব্যাটিং দেখে কেউ কেউ বলতে পারেন, কালো মাটির উইকেট তো!
কিন্তু আসল বিষয় তা নয়। এই কালো মাটির উইকেটেই তো কলকাতা নাইট রাইডার্স করেছে চেন্নাইয়ের ঠিক বিপরীত ব্যাটিং। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে চেন্নাই যেখানে ১০৩ রান করেছে, কলকাতা সেখানে এই লক্ষ্য পেরিয়ে গেছে ২ উইকেট হারিয়ে, ৫৯ বল হাতে রেখে।