সম্প্রতি সোশাল মিডিয়ায় এটা ছবি দেখতি পাচ্ছি, যেখানে দাবি হচ্ছে, ২৫ এপ্রিল, ২০২৫ তারিখে একটি হাসিমুখে মুখের চাঁদ আমাদের আকাশে দেখাবে।

কিন্তু এটা কি সত্যি? না, এটি সত্যি নয়, এটা ভুল। যদিও ২৫ এপ্রিল ভোর হওয়ার আগে আকাশে একটি সরুচাঁদ থাকবে এবং দুটি উজ্জ্বল গ্রহ কাছাকাছি থাকবে, তবে এটি প্রচারিত ছবির মত হাসিমুখ চাঁদের মত দেখাবে না।

বাস্তবতা এবং প্রচারিত ছবিটির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল, দুটি গ্রহের উজ্জ্বলতা সম্পূর্ণ আলাদা, এবং তারা কেবল চাঁদের অন্ধকার প্রান্তের উপরের দিকে উঁকি দেবে না। বরং আলোকিত প্রান্তের পাশে থাকবে।

চাঁদ, শুক্র এবং শনি

২৫ এপ্রিল সূর্যোদয়ের প্রায় এক ঘণ্টা আগে পূর্ব দিগন্তের দিকে তাকালে পুরোনো সরু চাঁদ দেখা যাবে।

অমাবস্যার মাত্র দুই দিন বাকি, তাই চাঁদের প্রায় ১২ শতাংশ দৃশ্যমান থাকবে। এ সময় হয়তো চাঁদের অন্ধকার অংশটিও আবছা দেখা যাবে, যা পৃথিবী থেকে প্রতিফলিত আলোয় মৃদুভাবে দৃশ্যমান। এই উজ্জ্বলতা আপনার ধারণাকেও দূর করবে যে চাঁদ কেবল অন্ধকারে ঘেরা একটি হাসি।

শুক্রগ্রহ উদয় হবার পরপরই চাঁদের উদয় হবে। শুক্রগ্রহ, পৃথিবী থেকে দেখলে সবচেয়ে উজ্জ্বল গ্রহ। এটি এত উজ্জ্বল দেখায় কারণ, এটি পৃথিবীর তুলনামূলকভাবে কাছাকাছি এবং একটি প্রতিফলক বায়ুমণ্ডল রয়েছে।

তারপর আকাশে অনেক বেশি ম্লান ‘দ্বিতীয় চোখ’ শনি গ্রহ, দেখতে পাবো। শনি শুক্র এবং চাঁদের সঙ্গে একটি ত্রিভুজ তৈরি করবে।

এই সুন্দর দৃশ্যের মধ্যে আরও দুটি গ্রহ রয়েছে। সূর্যোদয়ের আগের আলোর আভার কারণে তাদের দেখা যাবে না। বুধ এবং নেপচুন দিগন্তের কাছে অবস্থান করবে তবে তাদের উজ্জ্বলতা কম।

চাঁদ, শুক্র এবং বৃহস্পতি

নেটে প্রচারিত অপর একটি পোস্ট বলছে ১৬ মে ২০২৫ তারিখে সন্ধ্যার আকাশে হাসিমুখের চাঁদ দেখতে পাওয়া যাবে। তবে এখানে দেখানো ছবিতে শুক্রগ্রহ, চাঁদ এবং শনিগ্রহের পরিবর্তে বৃহস্পতিগ্রহকে দেখানো হয়েছে।

বৃহস্পতিগ্রহ সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে দৃশ্যমান। অপরদিকে শুক্রগ্রহ সূর্যোদয়ের আগে দক্ষিণ-পূর্ব আকাশে থাকে। এবং অর্ধচন্দ্র সেই দিন কোনও গ্রহের কাছাকাছি থাকবে না।

বিষয়টা সম্ভবত মহাকাশে গ্রহগুলোর অবস্থান নিয়ে তৈরী এপ্রিল ফুল দিবসের একটি নিবন্ধের সিরিজ দিয়ে শুরু । এটি দেখতে কেমন হবে তার একটি সিমুলেটেড চিত্র সহ। নামী সংবাদ সংস্থা এবং জ্যোতির্বিদ্যা বিষয়ক কিছু ওয়েবসাইটকে বোকা বানিয়েছে এই পোস্ট।

তাহলে ২৫শে এপ্রিল সকালে অথবা ১৬ মে সন্ধ্যায় বাংলাদেশ থেকে আকাশ কেমন দেখাবে? এর উত্তর মিলবে একটি সাইটে (https://stellarium-web.org/)। এবার নিজেই সেটি মিলিয়ে নিন।

লেখক: মশহুরুল আমিন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতাদের একজন ও বর্তমান চেয়ারম্যান। অলাভজনক এই সংগঠনটির মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি দেশে জ্যোতির্বিদ্যা জনপ্রিয়করণে কাজ করছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews