বুকে ব্যথা নিয়ে বুয়েনস এইরেসের সান ইসিদ্রোয় সানাতোরিও লা ত্রিনিদাদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন কার্লোস তেভেজ। এরপর নানান পরীক্ষা-নিরীক্ষার পর বুধবার দিনের শেষ ভাগে ছেড়ে দেওয়া হয় আর্জেন্টিনার সাবেক এই স্ট্রাইকারকে

এর আগে, মঙ্গলবার রাতে হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

৪০ বছর বয়সী তেভেজ বর্তমানে আর্জেন্টিনার ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের কোচ। তার ক্লাবের পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে বলা হয়, ‘কার্লোস তেভেজের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বাসায় ফিরে বিশ্রাম নেবেন এবং আগামীকাল অনুশীলনে ফিরবেন।’

তবে ঠিক কী কারণে তেভেজ বুকে ব্যথা অনুভব করেছিলেন, সেটি জানানো হয়নি।

ইন্দিপেন্দিয়েন্তের কোচ হিসেবে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি আছে তেভেজের। গত বছরও এক দুর্ঘটনায় হাসপাতালে যেতে হয়েছিল তেভেজকে।

কার্লোস তেভেজ ২০০৮ সালে চ্যাম্পিয়ন্স লিগ এবং ২০০৯ সালে লিগ কাপ জিতেছেন। ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলা ১৪ জন ফুটবলারের মধ্যে তিনিও একজন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তেভেজের যাত্রা শুরু ২০০১ সালে। যুব দল পেরিয়ে ২০০৪ সালে সিনিয়র দলে সুযোগ পান তিনি। এরপর খেলেন ২০১৫ সাল পর্যন্ত। দেশের হয়ে ৭৬ ম্যাচে এই ফরোয়ার্ডের গোলসংখ্যা ১৩।

বিডি প্রতিদিন/এমআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews