সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় আড়াই হাজার গোপন নথি উদ্ধারের দাবি করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, প্রেসিডেন্টের হত্যা সংশ্লিষ্ট ২ হাজার ৪০০টি নতুন নথি খুঁজে পাওয়া গেছে। তারা নতুন রেকর্ডগুলো ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনের কাছে হস্তান্তরের কাজ করছে।
১৯৯০ এর দশকের গোড়ার দিকে মার্কিন সরকার বাধ্যতামূলক করেছিল, ১৯৬৩ সালের ২২ নভেম্বরের এই হত্যাকাণ্ড সম্পর্কিত সমস্ত নথি জাতীয় আর্কাইভসে একক সংগ্রহে রাখা উচিত।
তবে অনেক নথি সর্বজনীন করা হলেও বহু নথি গোপন রাখা হয়। গবেষকরা অনুমান করেছেন, হত্যা সংশ্লিষ্ট প্রায় ৩ হাজার নথি সম্পূর্ণ বা আংশিকভাবে এখনও প্রকাশ করা হয়নি।
নতুন ‘আবিষ্কৃত’ নথিগুলোতে কী ধরনের তথ্য রয়েছে, তা এফবিআই জানায়নি। হত্যাকাণ্ড সম্পর্কিত ফাইলগুলোর সংগ্রহস্থল মেরি ফেরেল ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জেফারসন মোরলে এফবিআইয়ের নতুন নথি প্রকাশকে ‘সতেজভাবে স্পষ্ট’ বলে অভিহিত করেছেন। সূত্র: রয়টার্স, আল-জাজিরা, দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/একেএ