বোস্টন ম্যারাথনে অংশ নিয়ে আরাফাত ৪২.২ কিলোমিটার দূরত্ব দৌড়ে পাড়ি দিতে সময় নিয়েছেন ৩ ঘণ্টা ১৫ মিনিট ৪৪ সেকেন্ড। মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত আজ মঙ্গলবার হোয়াসঅ্যাপে প্রথম আলোকে বলেন, ‘এই ম্যারাথনে দৌড়ানো আমার কাছে স্বপ্নের মতো ছিল। দৌড়ের সময়টা খুব ভালো ছিল। ২০২৩ সালের বার্লিন ম্যারাথনের ফলাফল দেখে আমাকে বোস্টন ম্যারাথনে অংশ নেওয়ার সুযোগ দেয়।’

কেনিয়ার জন করির ২ ঘণ্টা ০৪ মিনিট ৪৫ সেকেন্ড সময় নিয়ে বোস্টন ম্যারাথনে প্রথম স্থান অর্জন করেছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছেন যথাক্রমে তানজানিয়ার এ এফ সিমবু (২ ঘণ্টা ৫ মিনিট ৪ সেকেন্ড) ও কেনিয়ার সি কটুট (২ ঘণ্টা ৫ মিনিট ৫ সেকেন্ড)। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন কেনিয়ার এস লকেডি (২ ঘণ্টা ১৭ মিনিট ২২ সেকেন্ড)। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে কেনিয়ার হেলেন অবিরি (২ ঘণ্টা ১৭ মিনিট ৪১ সেকেন্ড) ও ইথিওপিয়ার ইয়েলেমজার্ফ (২ ঘণ্টা ১৮ মিনিট ৬ সেকেন্ড)।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews