মালয়েশিয়ায় যৌন ব্যবসার সাথে জড়িত দুই সিন্ডিকেটের ১১৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দেশটির ইমিগ্রেশন পুলিশ নেগেরি সেম্বিলান ও সেলাঙ্গর এলাকায় পৃথকভাবে এই অভিযান চালায়। গ্রেফতারদের মধ্যে আছে ২১ জন বাংলাদেশি

গত বুধবার ও বৃহস্পতিবার সেরেম্বান এবং সেরি কেমবাঙ্গানের সাতটি এলাকায় এই অভিযান চালানো হয়েছে। দুই সিন্ডিকেটের ওপর দুই সপ্তাহের নজরদারির পর ৩২ জন পুরুষ এবং ৮৫ জন নারীকে গ্রেফতার করা হয়।  গ্রেফতার পুরুষদের ১০ জন মালয়েশিয়ান, ১৮ জন বাংলাদেশি, তিনজন ভিয়েতনামি এবং একজন নেপালি।

৮৫ জন নারীর মধ্যে ৪৮ জন ভিয়েতনামের, ইন্দোনেশিয়ার ৩৪ জন এবং বাংলাদেশি তিন জন।

ইমিগ্রেশন পুলিশের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, অভিযান পরিচালনার সময় কয়েকজন নারী গোপন কক্ষে লুকিয়ে ছিলেন। এ ছাড়া সেখানে দেশি ও বিদেশি খদ্দের ছিলেন, যারা পুলিশ কর্মকর্তাদের উত্তেজিত করার চেষ্টা করেছিলেন। তবে কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছেন।

এসময় একটি মোবাইল ফোন, একটি ট্যাবলেট, ৪১টি পাসপোর্ট এবং নগদ ৭ হাজারের বেশি মালয়েশিয়ান মুদ্রা জব্দ করেছে কর্তৃপক্ষ।



বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews