ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সম্প্রতি আয়োজন করা হয় ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫ — পাওয়ার্ড বাই রেনাটা পি এল সি।  এই রানিং ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল এখান থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা দরিদ্র ক্যান্সার রোগীদের চিকিৎসা ও ক্যান্সার সচেতনতার কাজের জন্য।

রেজিস্ট্রেশন ফি থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ তুলে দেওয়া হয় বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় সেবামূলক কাজ করা প্রতিষ্ঠান আহসানিয়া মিশন ক্যান্সার এবং জেনারেল হাসপাতালের সুবিধাবঞ্চিত রোগীদের জন্য এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দরিদ্র ও অসহায় ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা সহায়তায়।

অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আহছানিয়া মিশনের বর্তমান প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রাহমান (পিএইচডি), ঢাকা আহছানিয়া মিশনের ট্রেজারার মোহাম্মদ এম এ জলিল, ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবুল আহসান দিদার, ডা. ফারহানা ফেরদৌসি, শিশু ক্যান্সার ও রক্তরোগ বিভাগের প্রধান, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের প্রফেসর ডা. মো. বেলায়েত হোসাইন, ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ফাউন্ডার ডা. মোহাম্মদ মাসুমুল হক, রেনাটা পিএলসি-এর হেড অব মার্কেটিং (অঙ্কোলজি ও হেমাটোলজি) আমীর আবদুল্লাহসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews