লক্ষ্য হচ্ছে, চারজন নতুন ক্রু সদস্যকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএসে পাঠানো এবং ফিরতি যাত্রায় সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনা।
বোয়িংয়ের স্টারলাইনার নভোযানের নভোচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে স্পেসএক্সের ক্রু-১০ মিশনের ফ্যালকন ৯ রকেটটি।
পৃথিবীর কক্ষপথে টানা ২৮ ঘণ্টার ভ্রমণ শেষে ইলন মাস্কের মহাকাশ গবেষণা কোম্পানি স্পেসএক্স ও যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসর যৌথ মিশনে ফ্যালকন ৯ রকেটটি আইএসএসে পৌঁছেছে বলে প্রতিবেদনে লিখেছে স্পেসডটকম।
ফ্যালকন ৯ রকেটটি উৎক্ষেপিত হয়েছে শুক্রবার সন্ধ্যায়, যেখানে তিনটি ভিন্ন দেশের চারজন নভোচারীকে আইএসএসে পাঠিয়েছে নাসা।
ক্রু ১০ মিশনের অংশ হিসেবে স্পেসএক্সের ক্রু ড্রাগন ‘এনডিওরেন্স’ ক্যাপসুলটির রোববার ভোরে আইএসএসে পৌঁছায় এবং রাত ১২ টা ৪ মিনিটে ‘হারমনি’ মডিউলের সঙ্গে ডকিং করে।
এর আগে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ফ্যালকন ৯ রকেটটির উৎক্ষেপণ হাইড্রোলিক সমস্যার কারণে পিছিয়ে গিয়েছিল।
রকেটটি উৎক্ষেপণের লক্ষ্য হচ্ছে, চারজন নতুন ক্রু সদস্যকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএসে পাঠানো এবং ফিরতি যাত্রায় সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনা।
গত বছরের জুন মাসে নাসার দুই নভোচারী নিয়ে মহাকাশে উড়ে গিয়েছিল বোয়িংয়ের স্টারলাইনার নভোযান। তবে রকেটটির থ্রাস্টারে সমস্যা দেখা দেওয়ায় তা ওই দুই নভোচারীকে নিয়ে পৃথিবীতে ফিরে আসার জন্য যথেষ্ট নিরাপদ ছিল না।
নাসার নভোচারীরা ২০২৪ সালের ৫ জুন আট দিনের মিশনের জন্য পৃথিবী ছেড়ে গেলেও নয় মাসেরও বেশি সময় ধরে আইএসএসে আটকে রয়েছেন। এই সময়ে স্টেশনের চলমান বিভিন্ন মিশনের রক্ষণাবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষায় কাজে সহায়তা করেছেন তারা।
জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বা জাক্সা’র নভোচারী ও ক্রু ১০ মিশনের বিশেষজ্ঞ তাকুয়া ওনিশি বলেছেন, “এই প্রোগ্রামের অংশ হতে পারা আমাদের জন্য অনেক বড় সম্মানের। আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। যারা আমাদের এখানে আসতে সাহায্য করেছেন তাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাই।”
ক্রু ১০ মিশনের নভোচারীরা হলেন তাকুয়া ওনিশি, নাসার নভোচারী অ্যান ম্যাকক্লেইন ও নিকোল আয়ার্স এবং রাশিয়ান মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস-এর কিরিল পেসকভ।
ক্রু ১০ মিশনের কমান্ডার হচ্ছেন ম্যাকক্লেইন। মিশনটির পাইলট হলেন আয়ার্স, এবং ওনিশি ও পেসকভ হলেন এ মিশনের বিশেষজ্ঞ। তারা প্রায় ছয় মাস আইএসএসে থাকবেন। কোনো মিশনের জন্য এটি খুব স্বাভাবিক সময়।
ফিরতি যাত্রায় নাসার নিক হেগ, সানিতা উইলিয়ামস ও বুচ উইলমোর ও রসকসমসের আলেকজান্ডার গর্বুনভ পৃথিবীতে ফিরে আসবেন।
ক্রু-১০ উৎক্ষেপণের পর নাসা বলেছে, হেগ, উইলিয়ামস, উইলমোর ও গর্বুনভ বুধবারের আগেই ক্রু-৯ ড্রাগনে করে পৃথিবীতে ফিরে আসবেন।