হনুমা বিহারি ‘ক্রিকেটকে খুন করেছেন’—টুইটারে এই মন্তব্য করেছিলেন সংগীতশিল্পী ও ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যথারীতি তাঁকে ধুয়ে দিয়েছেন অনেকে।
খেলা না বুঝে মন্ত্রীকে ফালতু মন্তব্য করতে নিষেধ করেছেন তাঁরা। কিন্তু বাবুল সুপ্রিয় এত সহজে হার মানবেন কেন! নিজের যুক্তির পক্ষে সাফাই গেয়ে পরে আরও একটি টুইটে বলেছেন, ‘হনুমা ‘‘সেট’’ হয়ে যাওয়ায় আমি শুধু বাজে বলগুলোই মারার কথা বলেছি।’
যাঁকে নিয়ে এত কথা, এত আলোচনা, সেই হনুমা বিহারিও শেষ পর্যন্ত চুপ করে থাকতে পারেননি। দেশের মন্ত্রীর মারাত্মক এক ভুল ধরিয়ে দিয়ে নেটিজেনদের মন কেড়ে নিয়েছেন সিডনি টেস্টের ‘নায়ক’।